ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আনিস মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আনিস মাহমুদ আনিস মাহমুদ

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। 

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

প্রায় দশ বছর মহাপরিচালকের দায়িত্ব পালন করা সামীম মোহাম্মদ আফজালের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ ডিসেম্বর।

এর আগে দফায় দফায় তান নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল।

ওই দিনই ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে আর্থিক ক্ষমতাসহ ডিজি নিয়োগ দেওয়া হয়েছিল।

দায়িত্ব পালনকালে সামীম আফজালের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।