ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের গাফিলতিতে প্রবেশপত্র পায়নি ৪৪ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
শিক্ষকদের গাফিলতিতে প্রবেশপত্র পায়নি ৪৪ শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়া পরীক্ষার্থীরা

ফরিদপুর: যথা সময়ে স্কুলে রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়েও প্রবেশপত্র হাতে পায়নি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের ৪৪ জন এসএসসি পরীক্ষার্থী। শিক্ষকরা আশ্বাস দিলেও প্রবেশপত্র হাতে না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে ওই শিক্ষার্থীদের। 

 

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক সোহেল রানার গাফিলতির জন্যই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই দুই শিক্ষক ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা নিলেও রশিদ দেননি।

বিজ্ঞান বিভাগের জন্য ১৯শ’ ৫০ টাকা ও অন্যান্য বিভাগের জন্য ১৮শ’ ৫০ টাকা করে নিয়েছেন তারা। কিন্তু সে টাকা নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দেওয়া হয়নি। ফলে বোর্ড থেকে ওই ৪৪ শিক্ষার্থীর নামের প্রবেশপত্রও ইস্যু হয়নি। এ তালিকায় রয়েছেন বিজ্ঞান বিভাগের চারজন, বাণিজ্য বিভাগের চারজন ও মানবিক বিভাগের ৩৬ জন শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সোহেল রানাকে রেজিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রেজিস্ট্রেশনের টাকা জমা না দিয়ে টাকা জমার ভুয়া রশিদ সরবরাহ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বোর্ডে যোগাযোগ করে বাদ পড়া ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র আনার ব্যবস্থা করা হচ্ছে।

এ অভিযোগ অস্বীকার করে শিক্ষক সোহেল রানা বাংলানিউজকে বলেন, সব কিছুই ঠিকঠাক মতো করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বাংলানিউজকে জানান, পরীক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রবেশপত্র আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন এমন হল তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।