ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ২ জনের ২২ বছর করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ২ জনের ২২ বছর করে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের প্রত্যেককে ২২ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার চর কাজলা মহল্লার আবু তারেকের ছেলে মাসুদ (৩৬) ও রাজশাহী জেলার চারঘাট থানার সিংগল গ্রামের মৃত বিচ্ছাদ সরদারের ছেলে মোস্তফা কামাল (৩২)।

রায় ঘোষণার সময় আসামি মোস্তফা পলাতক ছিলেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলী আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪টি পিস্তল, ৮টি ম্যাগজিন রাউন্ড গুলি ও ৭৩১ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ ঘটনায় এসআই গোলাম রসুল বাদী হয়ে মাসুদ এবং মোস্তফা কামালসহ ৭ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের করেন।

পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকী ২০১৬ সালের ৩০ জুন তাদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্যপ্রমাণাদী শেষে আদালতের বিচারক এ রায় দেন। বাকি ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলো- জামিল, আতিক, রবু, সাহু ও সোহেল রানা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।