ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
মুন্সিগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার মাঠপাড়া এলাকার পিকলুস প্লাজা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

আটক জঙ্গির নাম রায়হান (১৮) । তিনি মুন্সিগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সিরাজদিখান উপজেলার শাহআলমের ছেলে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান।  

তিনি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ থেকে রায়হান নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে র‍্যাব-২ এর একটি দল। রায়হান ছাড়াও এদিন বিভিন্ন স্থান থেকে আরও দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জিনিসপত্র জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।