ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেশ সেরা সফল আত্মকর্মী জয়পুরহাটের আতিকুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
দেশ সেরা সফল আত্মকর্মী জয়পুরহাটের আতিকুর

জয়পুরহাট: সফল আত্মকর্মী হিসেবে সারা দেশে প্রথম হয়ে জাতীয় যুব পুরস্কার-২০১৯ জিতেছেন জয়পুরহাটের কালাই উপজেলার বাদা উচ্চ পাঁচ গ্রামের আতাউর রহমান ও খাদিজা বেগমের ছেলে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।

বৃহস্পতিবার  (৩০ জানুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

সফল উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান এ পুরস্কার পেয়ে সন্ধ্যায় বাংলানিউজের কাছে অনুভুতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমার এ সাফল্য একদিনে কিংবা খুব সহজে আসেনি। আমার বাবা একজন আদর্শ কৃষক ও মা গৃহিণী। আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইলেক্টিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাস করার পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে থাকি। যোগ্যতা অনুযায়ী চাকরি না হওয়ায় হতাশ হয়ে পড়ি। মনস্থির করলাম ব্যবসা করবো এবং নিজে চাকরি না করে মানুষকে চাকরি দেবো।  

এরপর যুবউন্নয়ন অধিদপ্তরে স্থানীয় অফিস থেকে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করি। গবাদি পশু মোটাতাজাকরণ ও মাছ চাষের পাশাপাশি এলাকায় ফেন্সি জাতের মুরগী যেমন- টার্কি, তিতির, কেদারনাথ ও কোয়েল পাখি চাষ করে লাভবান হই। পরবর্তীতে ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ও প্রকল্পে লাভের টাকা দিয়ে বড় পরিসরে খামার শুরু করি।  

বর্তমানে আমার প্রতিষ্ঠানে ১ লাখ সোনালী মুরগী, ১০ হাজার সোনালী ডিমের মুরগী, ৩০ হাজার ব্রয়লার মুরগী, ৬টি পুকুরে রুই, কাতলা, পাঙ্গাস ও তেলাপিয়া মাছ রয়েছে। আরো একটি প্রতিষ্ঠান গড়ে তুলে নিজস্ব হ্যাচারিতে মাসে ১ লাখ ১৭ হাজার বাচ্চা উৎপাদন শুরু করি। আমার প্রকল্পের বর্তমান মূলধন প্রায় ৫ কোটি ৫৮ হাজার টাকা।  

আমার প্রকল্পে স্থায়ী ৫২ জন এবং অস্থায়ী ৬৩ জন ব্যক্তি কর্মরত রয়েছেন। আমার প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ শতাধিক খামারি সফল ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।