ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এসএসসির ভুয়া প্রশ্নপত্র প্রচারের অভিযোগে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসএসসির ভুয়া প্রশ্নপত্র প্রচারের অভিযোগে আটক ১ আটক নাহিদ। ছবি: বাংলানিউজ

রংপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র প্রচার ও প্রতারণার অভিযোগে নাঈম ইসলাম নাহিদ (১৮) নামে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার সহকারী উপ-পরিদর্শক (এসএসপি) খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর তাহজাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

এসময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য নাঈম ইসলাম নাহিদকে আটক করা হয়।

আটক নাহিদ নগরীর বিনোদপুর (উত্তর পাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক গ্রুপ ও পেজের সক্রিয় সদস্য অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করতেন। এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২০ এর ভূয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৬ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।