ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

২১ জনকে সাব-রেজিস্ট্রার পদায়ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
২১ জনকে সাব-রেজিস্ট্রার পদায়ন

ঢাকা: সাব-রেজিস্ট্রার পদে নিয়োগপ্রাপ্ত ২১ জনকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) নিবন্ধন অধিদপ্তরে নতুন নিয়োগ পাওয়াদের সাব-রেজিস্ট্রার পদায়ন করে আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে বলেন, তারা সবাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু, ক্যাডার পদ পাননি। সাব-রেজিস্ট্রার পদের শূন্যতা দূর করার জন্য পিএসসিতে চাহিদা দিয়ে জরুরিভাবে পদগুলো পূরণ করেছে আইন মন্ত্রণালয়।

এছাড়া ভিন্ন একটি আদেশে ২৩ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন ও বিচার বিভাগ। তাদের আগামী ৯ ফেব্রুয়ারি বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে বদলির কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।