ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যা ও জ্ঞানের আলোয় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
বিদ্যা ও জ্ঞানের আলোয় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে 

ঢাকা: বিদ্যা ও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী স্কুল মাঠে সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ, বাংলাদেশ জাতীয় সংসদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী অর্চনা ও শুক্লা পঞ্চমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার একথা বলেন।  

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে আমাদের কাজ করতে হবে। বিদ্যা ও জ্ঞান আহরণ এবং জ্ঞানের আলোয় আলোকিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সবাইকে অবদান রাখতে হবে।  

স্পিকার বলেন, এমন একটি মনোজ্ঞ অনুষ্ঠান, এমন সুন্দর আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় অনুপ্রাণিত করবে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। সারাদেশে শিক্ষা ও নারীশিক্ষার প্রসারে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে। সরস্বতী পূজার এ আয়োজনে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনায় এবং ঐতিহ্যে ভিন্নমাত্রা যোগ করেছে। পূজার ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূলদর্শন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।  

মুজিববর্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একত্রিত হয়ে বঙ্গবন্ধুর সেই দর্শন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান স্পিকার।
         
সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ,       গ্লোরিয়া ঝর্ণা সরকার, মনোরঞ্জন শীল গোপাল, সুবর্ণা মুস্তাফা, ওয়াসিকা আয়েশা খান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।