ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সেবাদানের জন্য নতুন উদ্ভাবনের বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
সেবাদানের জন্য নতুন উদ্ভাবনের বিকল্প নেই কথা বলছেন বিএমপির কমিশনার শাহাবুদ্দিন খান। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা জনসেবক, জনগণকে সেবা দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর সহজতর উপায়ে কাঙ্ক্ষিত সেবাদানের জন্য নিত্য নতুন উদ্ভাবন বা আবিষ্কারের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল বিভাগীয় ইনোভেশন শোকেসিং মেলা-২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বিএমপি আরও বলেন, আমরা যারা সরকারের বিভিন্ন দফতরে কাজ করি।

আমরা সবাই জনসেবক, জনগণের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর সেই সেবাকে আরও সহজতর করার জন্য সরকারি বিভিন্ন দফতরের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নিত্য নতুন উদ্ভাবনের কোনো বিকল্প নেই।

এ ধরনের একটি সৃজনশীল আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য, বিশ্বায়নের যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নতুন আবিষ্কারের কোনো বিকল্প নেই। শুধুমাত্র আইটি সেক্টরে এ ধরনের উদ্ভাবন না করে সব সেক্টরে এ ধরনের উদ্ভাবন করতে হবে এবং এ ধরনের আবিষ্কার শুধুমাত্র মেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।

এ মেলায় সরকারের বিভিন্ন দফতরের প্রায় ২২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।