ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পলিথিন পরিবহন-মজুতের দায়ে ২ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
পলিথিন পরিবহন-মজুতের দায়ে ২ জনের জেল-জরিমানা .

বরিশাল: বরিশাল নগরের ক্লাব রোডের জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবহন ও মজুত করার অপরাধে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. লোকমান হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য পরিবহন ও মজুত করার অপরাধে কুরিয়ারের সার্ভিসের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও অভিযানে একই অপরাধে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানাধীন মো. জাকিরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে অভিযান পরিচালনাকালে ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।