ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
সাতক্ষীরায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় অর্থের বিনিময়ে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিল্লাল হোসেন তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ বাংলানিউজকে এ তথ্য জানান।  

আটক বিল্লাল সাতক্ষীরা শহরের চালতেতলা বাগানবাড়ী এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে।

এএসপি বজলুর রশীদ জানান, অর্থের বিনিময়ে ফেইসবুক আইডি ব্যবহার করে আসন্ন এসএসসি পরীক্ষা- ২০২০ সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে বিল্লাল- এমন গোপন সংবাদের ভিত্তিতে চালতেতলা বাগানবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রতারক চক্রের সদস্য বিল্লালকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাবাসাদের মাধ্যমে ‘Mohammad Habibul Bashar’ নামে ফেসবুক আইডি থেকে ফাঁস করা বিভিন্ন প্রশ্নপত্র সংক্রান্ত মেসেজ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।