ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলবাহার (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর মোটরসাইকেলের দুইজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার দহগ্রাম পাটগ্রাম শহর সড়কের বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত গোলবাহার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সদ্দারপাড়ার গ্রামের মৃত গোমর উদ্দিনের ছেলে।  

আহতরা হলেন- দহগ্রামের জসিম উদ্দিন (২২) ও হামিদুল ইসলাম (২৮)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন গোলবাহার। পথে বিজিবি ক্যাম্প এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহন হন দুই মোটরসাইকেলের তিনজন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গোলবাহারকে স্থানীয়রা উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করলে দুপুরের দিকে তার মৃত্যু হয়। আহত অন্য দু’জন পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন।
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।