ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিপা ভাইরাস সন্দেহে স্কুলছাত্রী ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
নিপা ভাইরাস সন্দেহে স্কুলছাত্রী ঢামেকে ভর্তি

ঢাকা: নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে সাদিয়া (১৬) নামে এক স্কুলছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসেক) চিকিৎসাধীন।

সাদিয়া গাজীপুর শ্রীপুর উপজেলা চাউবন গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবদুর সাত্তারের মেয়ে।

সাদিয়ার চাচা আবদুস সামাদ জানান, জেএসসি পরীক্ষা চলাকালে সাদিয়া একবার মাথা ঘুরিয়ে পড়ে যায়।

এছাড়া গত দুই বছরে প্রায়ই তার শরীরে খিচুনি হতো। মাঝেমধ্যে কিছু খেতে পারতো না। তখন শুধু ডাবের পানি খেতো। এমনও ঘটেছে একদিনে সে ২০টি ডাবের পানি খেয়েছে। গত ১৯ জানুয়ারি আমাদের এক আত্মীয় খেজুরের রস নিয়ে বাসায় আসে। সাদিয়াসহ আমরা সবাই সেই রস খেয়েছি। এরপর থেকে সাদিয়া আরও অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শ্রীপুর তাজউদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে রেফার করে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, সাদিয়া নিপা ভাইরাসে আক্রান্ত কী না সেজন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দু’জন এসে তার রক্ত নিয়ে গেছেন।  

তিনি আরও জানান, ঢামেকের ওসেকে থাকা সাদিয়ার কাছে চিকিৎসক-নার্সরা মাস্ক ও টুপি পরে তার কাছে যাচ্ছেন। প্রায় ১২শ টাকার টুপিসহ মাস্ক আমি কিনে দিয়েছি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, সাসপেক্ট করা হচ্ছে সাদিয়া নিপা ভাইরাসে আক্রান্ত। আমরা তাকে আলাদাভাবে দেখভাল করছি এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছি।  

মাস্কের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, হাসপাতালে গুলোর সাপ্লাই নেই।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, মেয়েটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষার জন্য তার কিছু নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে লোক এসে নিয়া গেছে। পরীক্ষার রিপোর্ট পাবার পরই সে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, সাদিয়াকে আপতত ওসেক’এ রাখা হয়েছে। তবে তাকে কেবিনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০ 
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।