ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

যশোর: যশোরে ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন বিশ্বাস (৫৫) নামে একজন চাকরিজীবী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন সদর উপজেলার রামনগর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

নিহতের ভাই মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, তার ভাই আলাউদ্দিন অভয়নগরে একটি সার কোম্পানিতে চাকরি করতেন। সকালে তিনি কানাইতলায় দাঁড়িয়েছিলেন। এ সময় মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমীয় দাশ বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ইউজি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।