ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর পদ্মা থেকে দেড় কোটি মূল্যের কারেন্ট জাল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
রাজশাহীর পদ্মা থেকে দেড় কোটি মূল্যের কারেন্ট জাল জব্দ

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল আটক করে নৌ-পুলিশ। পরে দুপুরে সবার সামনে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ-পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার সকালে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পদ্মা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য দেড় কোটি টাকা। পরে তা পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

এ সময় রাজশাহীর পবা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহদী মাসুদসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।