ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে উদ্ধারকরা জমিতে নির্মাণ করা হচ্ছে পার্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
কাশিয়ানীতে উদ্ধারকরা জমিতে নির্মাণ করা হচ্ছে পার্ক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় তিন কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করে পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড থেকে রামদিয়া সড়কে যেতে হাতের বামপাশে এ পার্ক নির্মাণের উদ্যোগ নেন। এ পার্কের নাম দেওয়া হয়েছে ‘তিলছড়া পার্ক’।



পার্ক নির্মাণের নান্দনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের মানুষ। এতে ওই এলাকার বিনোদন প্রিয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে।

তিলছড়া সরদারপাড়া গ্রামের কামরুল সরদার বলেন, এলাকার মানুষের চিত্ত বিনোদনের জন্য একটি পার্ক জরুরি ছিল। এখানে পার্ক হবে এ খবরে আমরা খুবই আনন্দিত। পার্ক হলে আমরা সন্তান, স্বজন ও পরিবারবর্গ নিয়ে সুস্থ বিনোদন ও সময় কাটানোর ভালো সুযোগ পাবো। দ্রুত পার্কের কাজ সমাপ্ত করার দাবি জানাচ্ছি।

ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল বলেন, ইউএনও সাব্বির আহমেদ কাশিয়ানীতে যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছেন। আমাদের এলাকায় সরকারিভাবে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ইউএনও এবং এসিল্যান্ড সাধারণ মানুষের বিনোদনের জন্য পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস বাংলানিউজকে জানান, কাশিয়ানী উপজেলার ৮৬ নম্বর তিলছড়া মৌজার ৩৩২৬ নম্বর দাগের বিআরএস ১ খতিয়ানভুক্ত হালটের ১.০১ এক সম্পত্তি দীর্ঘদিন ধরে স্থানীয়রা বসতবাড়ি, দোকানপাট ও মার্কেট নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিল। গত ১৯ ডিসেম্বর কাশিয়ানী ইউএনও সাব্বির আহমেদের নির্দেশে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ওই জমিতে উপজেলা প্রশাসন ও পরিষদের সিদ্ধান্তে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পার্ক নির্মাণের খবরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এর মধ্যদিয়ে বিনোদন বঞ্চিত এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, আমি কাশিয়ানীতে যোগদানের পর দেখলাম কাশিয়ানী উপজেলায় মানুষের চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিলছড়া এলাকায় উদ্ধারকরা সরকারি জমিতে  স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় সরকারিভাবে পার্কটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুযারি ৩১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।