ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাপ-দাদার দখল হওয়া জমি ফেরত চেয়ে রাজপথে বৃদ্ধ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বাপ-দাদার দখল হওয়া জমি ফেরত চেয়ে রাজপথে বৃদ্ধ!

ঢাকা: ‘বাপ-দাদার সম্পদ ফেরত চাই, আমি ন্যায় বিচার চাই’- এমন শিরোনামের দুটি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে রাজধানীর রাজপথে ঘুরে বেড়াচ্ছেন আনুমানিক ষাটোর্ধ্ব আব্দুল সাত্তার। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দেখা যায় আব্দুল সাত্তারকে। এগিয়ে জানতে চাইলে তিনি জানান, তার বাড়ি বরিশালের মুলাদি থানার বাঠামারা ইউনিয়নের টুমচর গ্রামে।

ঢাকায় মেয়ের সঙ্গে জিনজিরা বাজার নামাপাড়া এলাকায় থাকেন।  

সাত্তার জানান, রাজধানীতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তিনি। এর ফাঁকেই বিভিন্ন জায়গায় নিজের সম্পদ ফেরত চেয়ে এই ব্যানার গলায় ঝুলিয়ে দাঁড়ান।  

তার ভাষ্য মতে, বাবা সাহেদ আলী মারা যাওয়ার পরে ১০ থেকে ১২ বছর নিজের জমি ভোগ করেছি। একপর্যায়ে বরিশালে যাই রিকশা চালাতে। এরপর আমার প্রতিবেশী মানুষজন ওই জমি দখলে নেয়।  

‘এক পর্যায়ে আমার স্ত্রী ও মাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঘর-বাড়ি ভেঙে দেয়। গাছ-গাছালি কেটে নিয়ে যায়। ’

তিনি বলেন, জমি ফেরত চাইলেই বলে আমার দাদার কাছ থেকে তারা কিনে নিয়েছেন। কিন্তু কেউ-ই দলিলপত্রাদি দেখাতে পারেন না। জমিজমার সব দলিলপত্রাদি আমার কাছে রয়েছে।  

আব্দুল সাত্তার বলেন, এলাকায় অনেকের কাছে গেছি। কিন্তু কোনো বিচার পাইনি। এজন্য সরকারের কাছে ন্যায়বিচার চাই আমি।  

প্ল্যাকার্ডের নিচে সাত্তারের ঠিকানা লেখা রয়েছে- আব্দুল সাত্তার, পিতা- সাহেদ আলী, গ্রাম- টুমচর, থানা- মুলাদি ও জেলা- বরিশাল। মোবাইল নম্বর- ০১৭৫৩৯৬০৯১৬।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
পিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।