ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ২৭৪ ভরি স্বর্ণ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সাতক্ষীরা সীমান্তে ২৭৪ ভরি স্বর্ণ জব্দ

সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ২৭৪ ভরি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি বেড়িবাঁধ এলাকা থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন-অর-রশীদ বাংলানিউজকে জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে লক্ষ্মীদাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তিনি একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে ওই প্যাকেট থেকে ২৭৪ ভরি (দুই কেজি ৩৫০ গ্রাম) স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মধ্যে রয়েছে ১৪টি ছোট-বড় বার, ২২টি স্বর্ণের চেইন ও ছয়টি স্বর্ণের চেইনের টুকরো। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।