ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া 

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা করে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, বসুরহাট পৌরসভার কাউন্সিলর ছায়দল হক বাবুল, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি নুরে মাওলা রাজু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে বাদ জুমা ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।