ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বরিশালে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার চর আলিমাবাদ গ্রামে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মোখলেস খান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তিনি মৃত মোজাম্মেল খানের ছেলে ও মোল্লার হাট বাজারের মুদি ব্যবসায়ী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই খবির খান জানান, শুক্রবার দুপুরে মুলাদী উপজেলার সীমান্তবর্তী কালকিনি উপজেলার মোল্লার হাট বাজার থেকে মোখলেস বাড়ি যাচ্ছিলেন।

এসময় কয়েকজন তাকে নির্জন বাগানে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রাখে। পরে স্থানীয়রা মোখলেসকে চিনতে পেরে আমাদের খবর দেন। সেখান থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে রাতে তার মৃত্যু হয়।

স্বজনদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে আলতাফ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে মোখলেসকে হত্যা করেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত অপারাধীদের ধরতে চেষ্টা চলছে।

এদিকে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।