ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক মিথুন মাহফুজ আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সাংবাদিক মিথুন মাহফুজ আর নেই মাহফুজুর রহমান মিথুন

ঢাকা: সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন তিনি।

আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী জানান, মিথুন মাহফুজ ভাই মারা গেছেন।

শনিবার তিনি শারীরিকভাবে অসুস্থবোধ করলে সকালে বারডেম হাসপাতালে আনা হয়। ইসিজির পর দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার কী রোগ হয়েছিলো, তা এখনো চিকিৎসকরা জানাতে পারেননি। মিথুন ভাইয়ের ডায়াবেটিস ছিলো। সেটা হয়তো বেড়ে গিয়েছিলো, তাই স্ট্রোক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।