ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

সিলেট: লাল সবুজের পতাকা আর মাতৃভাষার অক্ষরগুলো ছাড়াও হাতে হাতে শোভা পাচ্ছে ১৯৫২, ১৯৭১ লেখা প্ল্যাকার্ড। মুখে ভাষা আন্দোলনের গান। ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে সিলেটিই হয়ে আসছে এমন আয়োজন।

বিগত সাত বছর ধরে ভাষার মাস ফেব্রুয়ারিকে এভাবেই বরণ করে আসছে সিলেট। আর এ আয়োজনের নেপথ্যে রয়েছে সম্মিলিত নাট্যপরিষদ।

প্রতিবারের মতো এবারও শনিবার (১ ফেব্রুয়ারি) বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে সিলেট।

এদিন সিলেট জেলা পরিষদের সামনে থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারে ভাষা আন্দোলনের পটভূমি, নৃত্য আলেখ্য পরিবেশন করেন ছন্দনৃত্যালয়ের সদস্যরা। মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সবার কণ্ঠে ছিল একুশে ফেব্রুয়ারির সেই অমর সংগীত- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

এছাড়া ভাষার মাস উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের সেই দিনগুলো। বিগত সাত বছর ধরেই বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে সিলেটে ভাষার মাসকে বরণ করা হচ্ছে।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন- জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাংস্কৃতিক সংগঠক ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সাংবাদিক সংগ্রাম সিংহ, আবৃত্তি সংগঠন উর্বশীর সভাপতি মোকাদ্দেছ বাবুল, সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক ইন্দ্রাণী সেন, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সিলেটের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাত্তার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক সামির মাহমুদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।