ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ শয্যা বিশিষ্ট  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় প্রধান অতিথি থেকে হাসপাতালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিছুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা সিভিল সার্জন মো. শাহ আলমসহ প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদা নাজমীন।

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে পিপিপির (পাবলিক-প্রাইভেট-পার্টনার শিপ প্রজেক্ট) মাধ্যমে নির্মিত ৫০ শয্যা  হাসপাতালে ১০টি নির্বিড় পর্যবেক্ষণ কেন্দ্র, (আইসিইউ)   ও ১০টি হৃদযন্ত্রের নির্বির পরিচর্যা কেন্দ্র, (সিসিইউ) ও পাঁচটি  (পিসিসিইউ) ইউনিট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।