ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে গঙ্গা স্নানে এসে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
শিবগঞ্জে গঙ্গা স্নানে এসে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গঙ্গা স্নান করতে এসে পানিতে ডুবে শ্রী গোপাল দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গোপাল দাস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের চন্দন দাশের ছেলে।

 

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার গুলজার রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে পরিবারের সঙ্গে সনাতন ধর্মাম্বলীদের উৎসব গঙ্গা স্নানে এসে পাগলা নদীতে নামে গোপাল দাস। এসময় সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ওই কিশোরকে উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।