ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অটোরিকশা থেকে পড়ে ফাহিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা হাজিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। ফাহিমা উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির আবু তাহেরের স্ত্রী।

জানা যায়, সকালে হাজিরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ফাহিমা বেগম পাটারিরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে হাজিরহাট বাজারের দক্ষিণ পাশে মেঘনা সিনেমা হল এলাকায় পৌঁছালে অটোরিকশা থেকে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।