ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
রাঙামাটিতে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাঙামাটি: রাঙামাটি শহরে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ (৬০)।

এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ১০৯টি সীসাবল উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর এএসপি (চান্দগাঁও কমান্ডার) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অত্যন্ত গোপনে শুক্রবার মধ্যরাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে হোসেন ও মমতাজ নামে দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে কিছু পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীদের কাছে একাধিকবার অস্ত্র বিক্রি করেছে। বর্তমানে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।