ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জীন ছাড়ানোর নামে হত্যার অভিযোগ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
জীন ছাড়ানোর নামে হত্যার অভিযোগ, আটক ১

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে জীনের আছর ছাড়ানোর নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের কথিত ফকির রিয়াজের বাড়ির পাশের বাগান থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রিয়াজ ও তার সহযোগীরা পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য এসময় রিয়াজের বোন অনিকা বেগমকে আটক করা হয়।

নিহত কালাম মৃধা (৪৮) পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা।  

নিহত কালামের স্ত্রী পারভীন বেগম (৩০) জানান, কিছুদিন ধরে তার স্বামী অস্বাভাবিক আচরণ করছিলেন। জীনে ধরেছে এমন ধারণা থেকে সেই আছর ছাড়াতে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে স্বামীকে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের রিয়াজ ফকিরের কাছে নিয়ে যান।  

পরে রিয়াজ ফকির জ্বীন ছাড়ানোর নামে ওইদিন সকাল ১০টায় এবং বিকেল ৪টায় তার বাড়ির পুকুরে দুই দফা কালামকে চুবিয়ে এবং লাঠি দিয়ে মারধর করেন।  

এতে কালাম অসুস্থ হয়ে পড়লে তাকে রিয়াজ ফকির একটি ঘরে আটকে রাখেন। পরে রাতে রিয়াজ ফকির তার বোন অনিকার বাসায় অসুস্থ কালাম মৃধাকে লুকিয়ে রাখেন। এসময় কালাম সুস্থ আছে বলে তার স্ত্রীকে পাঠিয়ে দেন রিয়াজ।

এরপর কালামের মৃত্যু হলে রিয়াজ ফকির বাড়ির পাশে একটি বাগানে নিয়ে তার লাশ ফেলে রাখেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাগানে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল মর্গে পাঠায়।

এ বিষয়ে বরিশাল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রিয়াজ ফকির ও সহযোগীরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার বোন অনিকা বেগমকে আটক করা হয়েছে।  

অভিযুক্ত পলাতকদের আটকের চেষ্টার পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।