ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ধামরাই (সাভার): ঢাকার ধামরাইয়ে বালু বোঝাই ট্রাকচাপায় মাসুদ রানা (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা ধামরাইয়ে জলসা এলাকার পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

সে প্রিন্সিপাল হাফিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) আবু সাইদ বাংলানিউজকে জানান, বিকেল ৫টার দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরার জন্য স্কুলের সামনে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল মাসুদ। এসময় কালামপুরগামী বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় বালু বোঝাই ট্রাকসহ চালক জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত মাসুদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।