ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ফের পপি ক্ষেত ধ্বংস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
বান্দরবানে ফের পপি ক্ষেত ধ্বংস 

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় মাত্র ৪ দিনের ব্যবধানে ফের পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথবাহিনী।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোন (২৭ ইবি) সদর থেকে লেফটেন্যান্ট মো. তানজিমুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর একটি স্পেশাল টহল দল জেলার রুমার তংগ্রীপাড়া ও শৈরাতাং পাড়ায় অভিযান চালায়। এসময় এক একর জমির ওপর লাগানো তিনটি ক্ষেতের পপি গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

রুমার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর (পিএসসি) জানান, পপি চাষ রুখতে সেনাবাহিনী, আনসার ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গত ২৮ জানুয়ারি জেলার রুমা উপজেলার ম্রোক্ষিয়াং ঝিড়ি এলাকায় ৫ একর পপি ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী। সেসময় পেইন খুমি নামে এক পপি চাষিকে আটক করে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।