ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অবৈধ দোকান উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
রাঙামাটিতে অবৈধ দোকান উচ্ছেদ

রাঙামাটি: রাঙামাটি শহরের ফরেস্ট রোডের ফুটপাত থেকে অবৈধ ৩৬টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) উত্তম কুমার দাশ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন, অঞ্জন কুমার দাস ও মো. বোরহান উদ্দিন মিঠুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার দাশ বাংলানিউজকে বলেন, দুপুরে রাঙামাটি শহরের ফরেস্ট রোডে অবৈধভাবে গড়ে উঠা ৩৬টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। রাঙামাটির সৌন্দর্য বৃদ্ধি এবং ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়কে যেন আর কোনো দোকান বসতে না পারে সেদিকে নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।  

এর আগেও এসব অবৈধ দোকান-পাট উচ্ছেদ করে জেলা প্রশাসন। কিন্তু সরকারি দলের স্থানীয় নেতাদের সহযোগিতায় বছর দু’য়েক ধরে এ সড়কে আবারও অবৈধ দোকান-পাট গড়ে ওঠে। আর এসব দোকান থেকে স্থানীয় নেতারা মাসিক চাঁদা আদায় করেন। সম্প্রতি চাঁদা আদায় ও এলাকা নিয়ন্ত্রণ নিতে সরকার দলের একটি পক্ষ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছিরকে কুপিয়ে জখম করে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।