ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার বক্তব্য রাখছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: ছাত্র-ছাত্রীদের লেখাপড়া শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের আরও আন্তরিক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা পদুমশহর ইউনিয়নে নয়াবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, মানসম্মত শিক্ষার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ এবং সু-নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের আরও আন্তরিক এবং দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, ৭১ সালে যুদ্ধবিধ্বস্ত দেশে যখন পুনর্গঠনের কাজ চলছে, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলদ্ধি করেছিলেন বাঙালি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। তাই তিনি ১৯৭৩ সালে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দফায় ২৬ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। তিনি শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। আপনারা বিবেককে ফাঁকি দেবেন না। শিক্ষাকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দুর্গম এলাকায় জন্মগ্রহণ করেও বিশ্বমানের নেতা হয়েছিলেন। তার মতো অনুকরণীয় নেতা হতে হলে শিশু কিশোরদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহিউদ্দিন জাহাঙ্গীর, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হুদা দুদু, সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাসিরুল আলম স্বপনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা।

পরে ডেপুটি স্পিকার তার ঐচ্ছিক তহবিল থেকে গরিব মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগী, অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।