ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খানের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খানের দাফন সম্পন্ন

পাবনা: পাবনার কৃতি সন্তান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অমৃত্যু সভাপতি পাবনা-৩ আসনে দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে।  

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পুলিশ লাইনস্ মাঠে মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের উদ্যোগে তাকে ফুলেল শ্রদ্ধা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয় জেলা পুলিশের একটি চৌকস দল।

সকাল ১১টায় ঐতিহাসিক বালুচর মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পরে দুপুর ১২টায় তার মরদেহ আনা হয় পাবনা শহরের মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।  

সেখানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমিক নেতারা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও পাবনায় কর্মরত সাংবাদিকরা তাকে শেষবারের মত শ্রদ্ধা জানান।
দুপুর ২টায় পাবনা কেন্দ্রীয় কবরস্থান আরিফপুরে তার দাফন সম্পন্ন হয়।  

জানাজার নামাজে উপস্থিত ছিলেন- পাবনা সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের এমপি শামসুল হক টুকু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ প্রমুখ।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় পাবনা শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ওয়াজি উদ্দিন খান।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।