ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

ঢাকা: বিএনপির ডাকা রোববারের (০২ ফেব্রুয়ারি) হরতালে রাজধানী ঢাকায় গণপরিবহন চালাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এতথ্য জানান।  

বিএনপির হরতাল পালন করার অধিকার থাকলে তাদেরও যানবাহন চালানোর অধিকার রয়েছে জানিয়ে খন্দকার এনায়েতুল্লাহ বলেন, হরতালে বিএনপি যদি কোনো পরিবহনের ক্ষতি করে তাহলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।

 

ঢাকার দুই সিটি নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে দাবি করে পরিবহন মালিক এই নেতা বলেন, সিটি নির্বাচনে অভিযোগ তোলার মতো কারণ না থাকলেও বিএনপি হরতাল ডেকেছে, যা অযৌক্তিক।  

খন্দকার এনায়েতুল্লাহ বলেন, হরতালের নামে কোনো বিশৃঙ্খলা হলে মালিক-শ্রমিকরা তা প্রতিহত করবে। ঢাকার সবকটি টার্মিনালে মালিক-শ্রমিকরা সতর্ক অবস্থানে থাকবে। রোববার সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে।

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।