ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মন  জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
বরিশালে লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মন  জাটকা জব্দ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের হিজলার আলিপুরঘাট থেকে ঢাকাগামী কোকো-২ লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, কোকো-২ নামের লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে আলিপুরঘাট এলাকায় লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করা হলেও, এগুলো পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০

এমএস/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।