ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্ত হত্যা বেড়ে যাওয়া দুঃখজনক: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
সীমান্ত হত্যা বেড়ে যাওয়া দুঃখজনক: ড. মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যে সম্পর্ক তার মধ্যেই সীমান্ত হত্যা বেড়ে যাওয়া দুঃখজনক। এটা আমাদের একটা উদ্বেগের বিষয়। 

রোববার (০২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সীমান্ত হত্যা নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সীমান্তে কোনো নাগরিকের হত্যা কামনা করি না।

তিনি বলেন, সামান্য লোভের কারণে অনেকেই সীমান্ত অতিক্রম করেন। তাই কাউকে লোভের কারণে সীমান্ত অতিক্রম না করতে অনুরোধ করেন তিনি।

ড. মোমেন বলেন, দু’দেশের সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করা যাবে না এমন চুক্তিও তাদের সঙ্গে আমাদের রয়েছে।

** চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।