ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
নেশার টাকা না পেয়ে আত্মহত্যা লিটন শেখ। ছবি: সংগৃহীত

রাজশাহী: নেশার টাকা না পেয়ে রাজশাহীতে আত্মহত্যা করেছেন লিটন শেখ (২৭) নামের এক যুবক।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লিটন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।

রাজশাহীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাদিজা বেগম বলেন, নেশার টাকা না পেয়ে বুধবার (২৯ জানুয়ারি) সকালে কীটনাশক পান করেন লিটন।  

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর রোববার সকালে তার মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।