ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ফেনসিডিলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
পটুয়াখালীতে ফেনসিডিলসহ আটক ৩

পটুয়াখালী: পটুয়াখালীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা সদর উপজেলার হাজিখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।

আটকরা হলেন- রুহুল আমিন (২১), রুবেল (৩৭) ও হামিদুর রহমান (১৯)। এদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকায়।

শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাজিখালী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৪০ বোতল ফেনসিডিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটক তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।