ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে বাস-লরি সংঘর্ষে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
উজিরপুরে বাস-লরি সংঘর্ষে আহত ১৫

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় দু’টি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে সুরেস্বর দরবারগামী একটি যাত্রীবাহী বাস ইচলাদি টোলপ্লাজা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জ্বালানি তেলবাহী ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্যাংক লরিটি ছিটকে পেছনে থাকা ফরিদপুর থেকে বরিশালগামী অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এ সময় লরির চালক, বাসের হেলপার ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার পরপরই উজিরপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ও শেবাচিম হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।  

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে মানিক বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতাল ও যানগুলো সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।