ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ফুলবাড়ীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় মুজাহিদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের আরিফুল হকের একমাত্র ছেলে এবং উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো স্কুলে এসে ক্লাস করেছিলো মুজাহিদ। দুপুর ১২টায় শিশু শ্রেণী ছুটি হলে সহপাঠীসহ তার বাড়ি কাছাকাছি গেলে ফুলবাড়ি থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুজাহিদের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।