ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির বিশেষ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
মুজিববর্ষে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির বিশেষ কর্মসূচি কর্মসূচির উদ্বোধন করছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: মুজিববর্ষ উপলক্ষে গাজীপুরে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান, অভিযোগ নিরসন এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহসহ বিদ্যুৎ অপরাধ দমনে ‘আলোর ফেরিওয়ালা’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়া‌রি) সকালে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে ‘মুজিববর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ’-এ প্রতিপাদ্য নিয়ে সমিতির কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন পর্যন্ত ৪৪ দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।

পরে সমিতির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল।

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে ৪৪ দিন পল্লীবিদ্যুৎ সমিতি তাদের গ্রাহকদের ২০ ধরনের সেবা দেবে। গ্রাহক সেবার মানকে বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মুজিববর্ষেই নিশ্চিত হবে শতভাগ বিদ্যুতায়ন।

বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক।

এসময় উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডি‌জিএম (কা‌রিগ‌রি) মোল্লা আবু জিহাদ, পল্লী বিদ্যুৎ সমিতি ১ প্র‌কৌশলী ও এ‌জিএমসহ বি‌ভিন্ন কর্মকর্তা কর্মচা‌রীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সে স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০২, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।