ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী সেতুর নাম পরিবর্তনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী সেতুর নাম পরিবর্তনের দাবি লেবুখালী সেতুর নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: ৬৯’র গণঅভ্যুত্থানে নিহত বরিশাল একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদিনের নামে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী সেতুর নামকরণ ও তার শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল একে স্কুলকে সরকারি করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যপক মহসিন উল ইসলাম হাবুল, একে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

এ সময় বক্তরা বলেন, স্বৈরাচার আইয়ুব-মোনায়েম বিরোধী আন্দোলনে বরিশালের রাজপথে ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) গুলিতে শহীদ হন আলাউদ্দিন। তার নামে লেবুখালী সেতুর নামকরণ করা হলে শহীদ আলাউদ্দিনের প্রতি কিছুটা হলে জাতির শ্রদ্ধার প্রকাশ পাবে।

পরে এ দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন স্মৃতি সংসদের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।