ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আরব আমিরাতে নতুন রাষ্ট্রদূত আবু জাফর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
আরব আমিরাতে নতুন রাষ্ট্রদূত আবু জাফর আবু জাফর

ঢাকা: ভিয়েনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রতিনিধি আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এদিকে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতকে ভিয়েনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত আবু জাফর ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে ফরেন ক্যাডারে যোগ দেন।  তিনি বাংলাদেশের হেগ, করাচী, লস অ্যাঞ্জেলস, দুবাই মিশনে কাজ করেছেন। এর আগে আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুহম্মদ ইমরান। তাকে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রদূত মুহিত ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে ফরেন ক্যাডারে যোগ দেন।  তিনি বাংলাদেশের কুয়েত, দোহা, রোম, নিউইয়র্ক ও ওয়াশিংটন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।