ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৯ জুয়াড়ি আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
আশুলিয়ায় ৯ জুয়াড়ি আটক

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।  

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রমজান (২৯), সহিদুল ইসলাম (৩৪), সামি (২৯), সোহেল ইসলাম (৩৩), রেজাউল (৩৫), বিল্লাল (৩২), রাজু (৩৪), রুহুল আমিন (৩২) ও সাজু (৩০)।

তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বলেন, বাইপাইল এলাকায় কয়েকজন জুয়াড়ি মিলে জুয়া আসর বসিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই নয় জুয়াড়িকে আটক করা হয়। তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।