ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

ভোলা: ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় ওসমান (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কন্টাকটার বাড়ির দরজা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসমান রতনপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বিকেলে ওসমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছে, তবে তাকে  আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।