ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
আশুলিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সানোয়ার হোসেন (৪০) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার পাবনার টেক এলাকা থেকে সানোয়ারকে আটক করা হয়।  

এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর আশুলিয়ার ভাদাইলের আলী আলাউদ্দীনের বাড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

পরে চলতি নতুন বছরের ৩১ জানুয়ারি ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় অভিযোগ করেন।  

সানোয়ার আশুলিয়ার পাবনার টেক এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অনেক দিন থেকে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করছিলেন সানোয়ার। গত বছরের ২৯ ডিসেম্বর আশুলিয়ার ভাদাইলের এক বাড়িতে ভুক্তভোগী নারীকে ধর্ষণের চেষ্টার করেন সানোয়ারসহ আলামিন নামে দুই যুবক। পরে এ ব্যাপারে ওই নারী আশুলিয়া থানায় অভিযোগ করতে চাইলে সানোয়ারসহ কয়েকেজন তাকে থানায় আসতে বাধা দেওয়াসহ প্রাণনাশেরও হুমকি দেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ রিজাউল হক বাংলানিউজকে জানান, অভিযোগের ভিত্তিতে সানোয়ারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে পাঠোনো হবে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।