ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক কিশোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক কিশোর প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে রিয়াদ (১৩) নামের এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আলতাব হোসেন জানান, শিশুটি পরিবারের সঙ্গে বসিলা এলাকায় থাকে। বেলা ১২টার দিকে পাশের দোকানে চকলেট কিনতে যায় শিশুটি। দোকানে গেলে কর্মচারী রিয়াদ শিশুটিকে ফ্রিতে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে।

তিনি আরো জানান, শিশুটি বাসায় এসে তার মাকে ঘটনাটি খুলে বলে। ঘটনা জানার পর দোকানে গিয়ে রিয়াদকে ধরে থানায় খবর দেওয়া হয়। এরপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে বর্তমানে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০২ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এজেডএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।