ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৌদির হারামাইন শরীফের ইমামগণ বাংলাদেশ সফর করবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
সৌদির হারামাইন শরীফের ইমামগণ বাংলাদেশ সফর করবেন ছবি: পিআইডি

ঢাকা: বাংলাদেশ ও সৌদি আরবের সরকার ও জনগণের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে হারামাইন শারীফাইনের ইমামগণের নেতৃত্বে সৌদি আরবের কয়েকজন বিশিষ্ট ওলামায়ে কেরামের বাংলাদেশ সফরের প্রস্তাব করা হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারকান বিন শাওহারের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রস্তাব তুলে ধরেন।  

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে অতি শিগগিরই সৌদি আরবের ওলামায়ে কেরামগণকে আমন্ত্রণ জানানো হবে।

আলোচনাকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ও মুসলিম উম্মাহর স্বার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, ২০১৯ সালের হজ মৌসুমে বাংলাদেশের ৫৮ সদস্য বিশিষ্ট ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন।  তাঁরা মসজিদে নববী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় মিলিত হন। এর মাধ্যমে দু’দেশের ওলামায়ে কেরামের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায় এবং ভাতৃপ্রতিম দু’ দেশের জনগণের মাঝে ইসলামের সঠিক বাণী এবং কোরআন ও হাদীসের সঠিক ব্যাখ্যা প্রচারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনাকালে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ৮টি মসজিদ ও সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজের নামে বড় আকারের ১টি দৃষ্টিনন্দন অাইকনিক মসজিদ স্থাপনের বিষয়ে দু’পক্ষের অগ্রগতির কথা তুলে ধরা হয়।  

সৌদি সরকার কর্তৃক মসজিদ নির্মাণের সহায়তার লক্ষ্যে সে দেশের একটি প্রতিনিধি দল আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন বলে প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়।

আলোচনায় বাংলাদেশের জনগণের কল্যাণে যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে সৌদি  সরকারের পক্ষ হতে আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণ ও বিভন্ন ক্ষেত্রে আন্তরিক সহায়তা প্রদানের জন্য সৌদি আরবের বাদশা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।  

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ০২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমআইএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।