ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দূর্ঘটনায় গুরতর আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
ফেনীতে সড়ক দূর্ঘটনায় গুরতর আহত ৫ ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের দাউদপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।  

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এ ঘটনায় আহতরা হলেন- সোনাগাজীর চরচান্দিয়ার শফি উল্লাহ’র ছেলে জাহাঙ্গীর, সোনাগাজীর নসা মিয়ার ছেলে হেলাল, সোনাগাজীর চরগণেশের ইউনুসের ছেলে মোশাররফ, ফেনী সদরের ধলিয়ার আবদুল করিমের ছেলে শরীফ ও একই এলাকার আজুম খানের ছেলে আশরাফ। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দাউদপুর ব্রিজের কাছে সিএনজি চালিত অটোরিকশা ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০ 
এসএইচডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।