ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

স্কুল গেট ভেঙে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
স্কুল গেট ভেঙে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক নিহত ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এসএসসি পরীক্ষার নির্ধারিত কেন্দ্রের গেট ভেঙে এক শিক্ষার্থীর পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম (৬৮) উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের বাসিন্দা।

 

তিনি সলিমগঞ্জ এ. আর. এম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া আমীরুল ইসলামের বাবা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি জানান, রোববার বিকেলে নিহত খোরশেদ তার ছেলের আসন বিন্যাস দেখতে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসেন। এসময় স্কুল গেটের তোরণের উপরিভাগ ভেঙ্গে তার মাথায় চোট লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

ঘটনার সময় বিদ্যালয়ের গেট তালাবদ্ধ থাকায় কয়েকজন পরীক্ষার্থী নিজেদের আসন বিন্যাস দেখতে গেটের উপরে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতেই তোরণের উপরিঅংশ ভেঙে নিচে দাঁড়ানো খোরশেদ আলমের মাথায় আঘাত লাগে।  

এ ঘটনায় রাছেল মিয়া নামের একজন পরীক্ষার্থী আহত হয়। আহত রাছেল পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গাজীপুরা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। রাছেল সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে তার খালুর বাড়িতে থেকে লেখাপড়া করতো। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা  হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।