ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরের সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
কমলনগরের সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে পুলিশের হাতে গ্রেফতার রাজ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজুকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কড়ইতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পৃথক দু'টি প্রতারণা মামলায় ১ বছর ৪ মাসের দণ্ডপ্রাপ্ত আসামি রাজু দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।